দেশজুড়ে

ঝিনাইদহে শিশুকে শ্বাসরোধে হত্যা, সৎ বাবা আটক

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের তালিয়ান গ্রামে ইসমাইল হোসেন (১০) নামের এক শিশুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শিশুটির সৎ বাবা ফারুক হোসেনকে আটক করেছে পুলিশ।

সোমবার সকালে ওই গ্রামের একটি পাটখেত থেকে শিশু ইসমাইলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, রোববার বিকেলে শিশু ইসমাইল হোসেন তার সৎ বাবার সঙ্গে পার্শবর্তী মাঠে যায়। এরপর থেকে নিখোঁজ ছিল সে। সোমবার সকালে এলাকাবাসী পাটখেতে ইসমাইলের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় এলাকাবাসী শিশুটির সৎ বাবা ফারুক হোসেনকে ধরে পুলিশ দেয়।

আহমেদ নাসিম আনসারী/আরএআর/পিআর