হলিউডের অভিনেত্রী ও গায়িকা রিটা ওরার সাথে বরাবরই সম্পর্কটা বেশ তিক্তময় টেলর সুইফটের। রিটার প্রাক্তন প্রেমিক কেলভিনের সাথে টেলরের সখ্যতা নিয়ে রয়েছে ব্যাপক জল্পনা কল্পনা। তবে এসব কিছু ছাপিয়ে নিজের চিরপ্রতীদ্বন্দ্বীর প্রশংসায় পঞ্চমুখ হলেন রিটা ওরা। সম্প্রতি এক প্রতিবেদনে দেয়া সাক্ষাৎকারে রিটা বলেন, ‘আমার মতে টেলর এ প্রজন্মের সেরা গায়িকা। আমি ওর গান খুবই পছন্দ করি।’এ বছরের বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডস আসরের পর্দা নেমেছে গেল রোববার। সেরা সংগীতশিল্পী, সেরা গায়িকাসহ আটটি বিভাগে পুরস্কার ঝুলিতে ভরে জয়জয়কার দেখিয়েছেন ২৫ বছর বয়সী মার্কিন গায়িকা ও অভিনেত্রী টেইলর সুইফট। এরপরই একের পর এক প্রশংসায় সিক্ত হচ্ছেন তিনি। সে তালিকায় সর্বশেষ যুক্ত হলো রিটার নাম। রিটা আরো বলেন, যোগ্য মানুষকে অবশ্যই তার প্রাপ্য সম্মানটুকু দিতে হয়। রিটার এ প্রশংসায় এবার দু’জনের সম্পর্কের গরলতাটা মিটে গেলেই ভালো। এলএ