হবিগঞ্জ থেকে নিখোঁজ দুই শিশুকে সিলেট থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে সিলেট দরগাহ গেইট থেকে তাদের উদ্ধার করে পুলিশ।
তারা হচ্ছে হবিগঞ্জ শহরের ফায়ার সার্ভিস রোড এলাকার বাসিন্দা দলিল লেখক শহীদ খানের ছেলে সামির (১০) ও অভি (৮)। দুপুরে তাদের বাবার কাছে পৌঁছে দেয়া হয়েছে।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বলেন, খবর পেয়ে সদর থানার পুলিশ গিয়ে সকালে সিলেট দরগাহ গেইট এলাকা থেকে তাদের উদ্ধার করেছে।
এর আগে গত শনিবার সকালে ওই দুই শিশু বাসা থেকে বেরিয়ে যায়। এ ঘটনায় তাদের বাবা সদর থানায় একটি সাধারণ ডায়রি করেন।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/আরআইপি