বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে খুনি হিসেবে উল্লেখ করে নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকলেও খুন করে, ক্ষমতার বাইরে গেলেও খুন করে।বুধবার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের হাজী জাফর আলী ডিগ্রি কলেজ মাঠে নৌ-পথ খনন কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য অ্যাড. মো. সোহরাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে নরসিংদী-২ (মনোহরদী-বেলাব) আসনের সংসদ সদস্য নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি উপস্থিত ছিলেন।পরে কিশোরগঞ্জের এগারসিন্দুর এলাকায় ব্ক্ষপুত্র নদের খনন কাজ উদ্বোধন করেন নৌ-পরিবহন মন্ত্রী। ১২টি গুরুত্বপূর্ণ নৌ-পথের খনন শীর্ষক প্রকল্পের আওতায় `ডেমরা-ঘোড়াশাল-টোক-কটিয়াদী নৌ-পথ খনন` প্রকল্পটি বাস্তবায়ন করছে নৌ-পরিবহন মন্ত্রণালয়। ১২ কিলোমিটার নদী খনন কাজে ব্যয় হচ্ছে ২১ কোটি টাকা।নূর মোহাম্মদ/এআরএ/বিএ/আরআই