দেশজুড়ে

শরীয়তপুরে শিশুকে কুপিয়ে জখম, বিচার দাবি

শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের চর জয়নগর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ মানিক হাওলাদারকে না পেয়ে তার মেয়ে হীরামনি আক্তারকে (৮) কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ করেছেন হিরামনির মা মেরিনা আক্তার।

হীরামনি জয়নগর ইউনিয়নে অবস্থিত আয়তুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। গত ১৩ জুন সকাল ১০টার দিকে মানিক হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

১৪ জুন চর জয়নগর গ্রামের দাদন হাওলাদারসহ ১৭ জনকে আসামি করে জাজিরা থানায় একটি মামলা হয়েছে। মামলাটি করেন হীরামনির বাবা মানিক হাওলাদার।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জয়নগর বাজার সড়কে হীরামনির মা মেরিনা আক্তার বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও এলাকার বাসিন্দাদের নিয়ে মানববন্ধন এবং ঝাড়ু মিছিল করে দৃষ্টান্তমূলক বিচার চান।

জাজিরা থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, চর জয়নগর গ্রামের দাদন হাওলাদার সঙ্গে মানিক হাওলাদারের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে।

মানববন্ধনে আয়তুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দ্বীন ইসলাম ও আব্দুল মান্নান বলেন, হীরামনি আমাদের বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। বড় ভালো মেয়ে। মেয়েটার ভবিষ্যৎটা নষ্ট করে দিলো। যারা ওর এই অবস্থার জন্য দায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিৎ। যাতে করে আর কোনো শিক্ষার্থী এ অবস্থার শিকার না হয়।

জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, হীরামনির মাথায় যেই জখম হয়েছে এটা আসলেই দুঃখজনক। মামলাটি তদন্তাধীন। কেউ জামিনে, আবার কেই পালিয়ে বেড়াচ্ছে। আমরা আসামিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি।

মো. ছগির হোসেন/এএম/পিআর