সাতক্ষীরায় সহিংস মামলার চার্জশিটভুক্ত আসামি জামায়াত নেতা ইউপি সদস্য আশরাফ আলী সরদারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
গ্রেফতার আশরাফ আলী সরদার সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের উত্তরগাভা গ্রামের আব্দুল লতিফ সরদারের ছেলে ও স্থানীয় ইউপি সদস্য।
২০১৩ সালের ২৮ ফ্রেব্রুয়ারি জামায়াত নেতা সাঈদীর ফাঁসির রায় ঘোষনার পর সংখ্যালঘুদের ওপর হামলা, ঘরবাড়ি জ্বালানো ও ভাঙচুর করেন এই জামায়াত নেতা। সদরের ব্যাংদহ গ্রামের বিমল কৃষ্ণ সরকারের ছেলে উজ্জল সরকার বাদী হয়ে একটি মামলা করেন।
অন্যদিকে, সদরের মাহমুদপুর গ্রামের ইসহাক গাজীর ছেলে মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম বাদী হয়ে অপর আরেকটি মামলা করেন এই জামায়াত নেতার বিরুদ্ধে। অভিযোগ আনা হয় মুক্তিযোদ্ধ সংসদ ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টার। এই দুই মামলায় তার বিরুদ্ধে আদালতে চার্জশিট প্রদান করেছে থানা পুলিশ।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহম্মেদ জাগো নিউজকে বলেন, সহিংসতা মামলায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
আকরামুল ইসলাম/এএম/আরআইপি