নীলফামারীর জলঢাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে জলঢাকার দুন্দিবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পঞ্চগড় জেলা সদরের মসজিদ পাড়ার কবির হোসেনের ছেলে আব্দুল মালেক (৩৪) ও রামের ডাঙ্গার বারেক আলীর ছেলে মুক্তার হোসেন (৩২)।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা আড়াইটার দিকে জলঢাকার দুন্দিবাড়ী নামক স্থানে দুই মোটরসাইকেলের আরোহীকে ট্রাক ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।
জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকটি আটকের চেষ্টা করা হচ্ছে। নিহতদের পরিবারে সংবাদ দেয়া হয়েছে।
জাহেদুল ইসলাম/এএম/পিআর