গাইবান্ধা সদর উপজেলায় বিদ্যুতের ছেঁড়া তারের স্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাভলী বেগম (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেলে রামচন্দ্রপুর ইউনিয়নের রামচন্দ্রপুর পোড়াবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। লাভলী বেগম ওই গ্রামের মো. আব্দুল মালেকের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে লাভলী বেগম মাঠে গরু আনতে যান। এ সময় সেখানে বিদ্যুতের একটি ছেঁড়া তার পড়েছিল। লাভলী বেগম সেটা খেয়াল করেননি। সেই তারের স্পর্শে বিদ্যুতায়িত হয়ে লাভলী বেগম ঘটনাস্থলেই মারা যান।
এ সময় লাভলীকে বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ লাগানো অবস্থায় দেখতে পান ফুল মিয়া ও শরিফুল ইসলাম নামের দুইজন ব্যক্তি। পরে তারা তাকে উদ্ধারের চেষ্টা করলে ফুল মিয়া ও শরিফুল ইসলাম বিদ্যুতায়িত হয়ে আহত হন। পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করেন।
রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রওশন আলম পাপুল/এএম/আরআইপি