দেশজুড়ে

যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ

গ্যাসের চাপ কমে যাওয়ায় দৈনিক ১৭শ মেট্রিক টন ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। গ্যাসের স্বাভাবিক চাপ কমে যাওয়ায় বুধবার ভোর থেকে ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়।

যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচারক খান জাবেদ আনোয়ার জানান, দেশের বৃহত্তম ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় সার উৎপাদন অব্যাহত রাখতে গ্যাসের চাপ ১৬ থেকে ২০ কেজি প্রতি স্কয়ার সেন্টিমিটার থাকতে হবে। কিন্তু মঙ্গলবার গভীর রাতে গ্যাসের চাপ ১২ কেজি প্রতি স্কয়ার সেন্টিমিটারে নেমে আসায় ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। গ্যাসের চাপ স্বাভাবিক অবস্থায় ফিরে না আসা পর্যন্ত ইউরিয়া উৎপাদন শুরু করা যাবে না।

শুভ্র মেহেদী/এমএএস/জেআইএম