দেশজুড়ে

কলারোয়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু

সাতক্ষীরার কলারোয়ায় বজ্রপাতে গোলাম রসুল নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ২টার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের কোমরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গোলাম রসুল (৩২) কোমরপুর গ্রামের আকরাম আলীর ছেলে। স্থানীয়রা জানান, মাঠে গুরু আনতে গিয়েছিল গোলাম রসুল। আকস্মিক বজ্রপাতে সে মারা যায়।

কলারোয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জাগো নিউজকে বলেন, বিষয়টি কেউ জানায়নি।

আকরামুল ইসলাম/এএম/এমএস