রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারে সরকারি জমিতে গড়ে তোলা দ্বিতল ভবনে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে জামালপুর বাজারে এ অভিযান চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জামালপুর ইউনিয়নের জামালপুর বাজারে সরকারি জমি দখল করে দ্বিতল ভবন নির্মাণ করে ফরিদপুর জেলার রামজীবন দাসের ছেলে রতন দাস।
প্রশাসন একাধিক বার বাধা দিলেও বাধা উপেক্ষা করে দ্বিতল ভবন নির্মাণ করে। পরে অাজ সকালে প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
উচ্ছেদ অভিযানকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম রকিব হায়দার, রাজবাড়ীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম, জামালপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ। এছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও বালিয়াকান্দি থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম রকিব হায়দার বলেন, জামালপুর বাজারে সরকারি জমিতে গড়ে তোলা দ্বিতল ভবন উচ্ছেদ করা হয়েছে।
রুবেলুর রহমান/এএম/জেআইএম