গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শয়নকক্ষ থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পান্না বেগম (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শিবপুর ইউনিয়নের আমিনের ভিটা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পান্না বেগম ওই গ্রামের আবুল কালামের স্ত্রী এবং দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার সাহেবগঞ্জ গ্রামের বাঙ্গাল মিয়া মেয়ে।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ সূত্রে জানা যায়, তিন মাস আগে আব্দুস সোবহান মিয়ার ছেলে আবুল কালামের সঙ্গে বাঙ্গাল মিয়া মেয়ে পান্না বেগমের বিয়ে হয়। এর আগে আবুল কালামের একবার বিয়ে হয়েছিল। সে সংসারে তার তিন ছেলে মেয়ে রয়েছে।
বুহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে নিজের শয়নকক্ষে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় পান্নাকে দেখতে পান আবুল কালাম। পরে তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে। পরে পুলিশকে খবর দিলে দুপুর ১২টার দিকে এসে মরদেহ উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পান্না বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্ত রিপোর্ট পেলে তা জানা যাবে। ঘটনার পর থেকে আবুল কালাম পলাতক রয়েছেন।
রওশন আলম পাপুল/এএম/জেআইএম