দেশজুড়ে

নাটোরে বালুবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ৩

নাটোরের বড়াইগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বালুবোঝাই ট্রাক খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে নাটোর-পাবনা মহাসড়কে উপজেলার কয়েন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাবনা সদর থানার নাজিরপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে হাফিজুর রহমান, রফিকুল ইসলামের ছেলে আল-মামুন ও ইসলামপুর এলাকার আস্তব আলীর ছেলে আল-আমিন।

বনপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুন নুর, নাটোর ফায়ার সার্ভিসের সদস্য হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানান, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে নাটোরগামী বালুবোঝাই ট্রাক নাটোর-পাবনা মহাসড়কে বড়াইগ্রাম উপজেলার কয়েন বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়।

এ সময় ট্রাকের চালক জানালা দিয়ে লাফ দিয়ে পালিয়ে যান। কেবিনে থাকা অন্য তিনজন ভেতরে আটকা পড়ে। ঘটনাটি এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি উদ্ধার এবং কেবিন থেকে মরদেহ তিনটি উদ্ধার করে।

রেজাউল করিম রেজা/এএম/জেআইএম