দেশজুড়ে

তথ্য না দেয়ায় ক্ষতি পূরণের নির্দেশ তথ্য কমিশনের

তথ্য অধিকার আইনে যথাসময় তথ্য না দেয়ায় মাদারীপুরের গণপূর্ত বিভাগের তিন কর্মকর্তাকে ৬ হাজার টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে তথ্য কমিশন। সেই সঙ্গে ১০ কার্যাদিবসে যথাযথ তথ্য দেয়ারও নির্দেশ দেয়া হয়। বৃহস্পতিবার বিকেলে তথ্য কমিশন কার্যালয়ে এক শুনানি শেষে এ নির্দেশ দেয়া হয়।

শুনানিতে অংশ নেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান, তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার এবং তথ্য কমিশনার অধ্যাপিকা ড. খুরশীদা বেগম সাঈদ।

অভিযোগে জানা যায়, মাদারীপুর গণপূর্ত বিভাগের আওতাভুক্ত নিজস্ব অফিস, বাসা-বাড়ি ও অন্যান্য বিষয়ে টেন্ডার আহ্বান করা হয় তার পূর্ণাঙ্গ নামের তালিকা, ওই প্রতিষ্ঠানের আওতাভুক্ত এপিপি ও সংশোধিত আরএপিপি এর বিগত ৫ অর্থবছরের ফটোকপি, জেলার শিবচর উপজেলার পদ্মা সেতু প্রকল্পের আওতাভুক্ত অবকাঠামোর মূল্য নির্ধারণ, মৌজার সংখ্যা কত এবং কার মৌজায় কতটি ক্ষতিগ্রস্ত পরিবার আছে তাদের নামের তালিকা, ক্ষতিগ্রস্তদের প্রদান করা টাকার পরিমাণ কত? মাদারীপুর গণপূর্ত বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে এ তথ্য চেয়ে তিনটি আবেদন করছিল আক্তার হোসেন বাবুল নামে এক ব্যক্তি। তিিনি দৈনিক খবর পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

অভিযোগে আরও জানা যায়, তথ্য না পেয়ে আবেদনকারী পরবর্তীতে আপিল করেন। আপিল করেও তথ্য না পাওয়ায় তথ্য কমিশনে অভিযাগ করেন তিনি।

বৃহস্পতিবার শুনানিতে মাদারীপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু সালেহ মোহাম্মদ ফিরোজ, মাদারীপুর গণপূর্ত উপ-বিভাগীয় প্রকৌশলী শাহরিয়ার হোসেন ও আবেদনকালীন মাদারীপুর গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ও বর্তমানে গোপালগঞ্জ গণপূর্ত নির্বাহী প্রকৌশলী জোয়ারদার তাবেদুন নবীকে ৬ হাজার টাকা ক্ষতিপূরণ এবং আবেদনকারীর তথ্য প্রদানের নির্দেশ দেয়া হয়। যা আগামী ১০ কার্যাবিদসের মধ্য প্রদানের নির্দেশও দেয়া হয়।

এ কে এম নাসিরুল হক/এমএএস/পিআর