গৌরবের ৫০ বছর পার করেছে ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ প্রেসক্লাব। তাই নানা আয়োজনে পালিত হলো প্রেসক্লাবের সুবর্ণজয়ন্তী উৎসব। এ উপলক্ষে ক্লাব প্রাঙ্গণে শনিবার দিনব্যাপী পালিত হয় নানা কর্মসূচি।
সকালে শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে ক্লাব প্রাঙ্গণে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন এবং পায়রা-বেলুন উড়িয়ে অতিথিদের নিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সহ-সাধারণ সম্পাদক আলহাজ এম. এ রশিদ ভূঁইয়া। পরে কিশোরগঞ্জ প্রেসক্লাবের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
কিশেরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলহাজ কাজী শাহীন খানের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে বক্তৃতা করেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান, বাংলাদেশ ফেডারের সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক এম. এ আফজাল, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ আজিজুল হক ও অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।
সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আফজাল হোসেন এমপি, রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি, সোহরাব উদ্দিন অ্যাডভোকেট এমপি ও কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান। পরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নূর মোহাম্মদ/এএম/আরআইপি