খেলাধুলা

অস্ট্রেলিয়া সিরিজ চ্যালেঞ্জিং মনে করছেন না তামিম

সবকিছু ঠিক থাকলে ১৮ আগস্ট বাংলাদেশ সফরে আসার কথা অস্ট্রেলিয়ার। এই সফরে দুটি টেস্ট খেলবে অসিরা। সিরিজটিকে সামনে রেখে বাংলাদেশের প্রথমিক দলও ঘোষণা করা হয়েছে। এখন অপেক্ষা চূড়ান্ত দল ঘোষণার।

আসন্ন সিরিজে বাংলাদেশ কেমন করবে? তামিম ইকবালের সহজ উত্তর- ভালো করবেন টাইগাররা। অসিদের সঙ্গে জমজমাট লড়াই হবে বলে মনে করেন ড্যাশিং এই ওপেনার। অস্ট্রেলিয়া সিরিজ চ্যালেঞ্জিং মনে করছেন না তিনি।

টেস্ট ক্রিকেটে অনেক পরিণত দল অস্ট্রেলিয়া। দুর্দান্ত ফর্মে আছেন স্মিথ-ওয়ার্নাররা। তাতে কী? অসিদের ভয় পাচ্ছেন না তামিম। ঘরের মাঠে নিজেদের সাম্প্রতিক পারফরম্যান্সই তাকে আত্মবিশ্বাসী করে তুলেছে। বিদেশের মাটিতেও ভালো ক্রিকেট খেলছেন টাইগাররা।

এসেক্সের হয়ে খেলতে শুক্রবার সকালেই ইংল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা ছিল তামিমের। ফ্লাইট বিলম্ব হওয়ায় রওনা দিয়েছেন আজ সকালে। ঢাকা ছাড়ার আগে অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে তামিম বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে জমজমাট লড়াই হবে। আমরা দেশের মাঠে খেলব, তাই লক্ষ্য থাকবে ভালো খেলার। আমরা এখন ভালো ক্রিকেট খেলছি। অস্ট্রেলিয়া সিরিজকে চ্যালেঞ্জিং বলব না।’

এনইউ/জেআইএম