দেশজুড়ে

বাল্যবিয়ে : বরসহ ১৭ জনকে জরিমানা

টাঙ্গাইলের ঘাটাইলে বাল্যবিয়ে অনুষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বরসহ ১৭ জনকে জরিমানা করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মুহাম্মদ শাহীন এ রায় দেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার দিবাগত রাতে ব্রাহ্মণশাসন খাদিজা আছিয়া বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী এবং উপজেলা দিগড় ইউনিয়নের ধোপাজানি গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে হেলেনা খাতুনের (১৪) বিয়ের আয়োজন করা হয়। বর একই উপজেলার নরজনা গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে আশরাফুল ইসলাম (২২)। বিয়ের সকল আয়োজন সম্পন্ন করার পর বর ও কনে পক্ষের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত হন। গোপনে খবর পেয়ে বিয়ে সম্পাদনের সময় বিয়ে বাড়িতে পুলিশ নিয়ে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল কাশেম মুহাম্মদ শাহীন।

তাৎক্ষণিক বিয়ে বাড়ি থেকে কনের বাবা ও বরসহ উভয় পক্ষের ১৭ জনকে আটক করে পুলিশ। পরে কনের বাবা হেলাল উদ্দিনকে ৪০ হাজার টাকা ও বরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। চার জনকে ১০ হাজার টাকা করে এবং বাকী সবাইকে পাঁচ হাজার টাকা করে মোট এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

এরা হলেন- শাহজাহান কবীর (৫০), মোঃ রাজিব (২৮), আব্দুল হাদিদ (৬০), শিউলী বেগম (৩৬), বুলবুলি বেগম (৩৫), আল আমিন (১৯), শাহিদা বেগম (৩৫), বাদশা মিয়া (৬০), আবু হানিফ (২০), আবু সাইদ (৪৫), সুমন (২০), জহুরুল ইসলাম (২০), আজিজুল হাকিম (৩৫), মেয়ের বাবা হেলাল উদ্দিন (৪৫), বর আশরাফুল ইসলাম (২২), শামীম মিয়া (২৫), মিজানুল ইসলাম (১৯) ও আব্দুল জলিল (৪৫)। এদের সকলের বাড়ি ঘাটাইল উপজেলার ধোপাজানি ও নরজনা গ্রামে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মুহাম্মদ শাহীন জানান, বাল্যবিয়ে রোধে সচেতনতা সৃষ্টির জন্যই এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

আরিফ উর রহমান টগর/আরএআর/এমএস