দেশজুড়ে

রাজবাড়ীতে বাস-ট্রাকের সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৪

রাজবাড়ীর দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার মকবুলের দোকান এলাকায় বাস ও ট্রাক এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানের সংঘর্ষে শিশু ও নারীসহ চারজন নিহত হয়েছেন।

এ ঘটনায় অন্তত ১৫ জন অাহত হয়েছেন। নিহতদের দুইজনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন যশোরের মিঠু ও তার স্ত্রী। অপর দুইজনের মধ্যে এক শিশুসহ এক নারী রয়েছেন।

রোববার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হলেও দুপুর সাড়ে ৩টার দিকে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দৌলতদিয়া-খুলনা মহাসড়কের মকবুলের দোকান এলাকায় ঢাকামুখী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও কেএবি মতি এন্টার প্রাইজ নামের একটি ট্রাকের সংঘর্ষ হয়।

এতে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানের ওপর গিয়ে পড়ে। এ সময় স্থানীয়রা দুর্ঘটনায় অাহতদের উদ্ধার প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নিয়ে যায়।

পরে সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে ৪-৫ জনের অবস্থা অাশঙ্কাজনক বলে জানা গেছে। তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে নেয়া হয়। অপর একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উপ-সহকারী মেডিকেল অফিসার বিপ্লব কুমার বিশ্বাস জানান, সড়ক দুর্ঘটনায় ১৪-১৫ জনকে অাহত অবস্থায় হাসপাতালে অানা হয়েছিল।

এর মধ্যে ১ শিশু এক যুবক ও দুই নারীকে মৃত অবস্থায় অানা হয়েছে। এছাড়া একজনকে এখানে চিকিৎসা দিয়ে ওয়ার্ডে পাঠিয়েছেন এবং বাকি সবাইকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে ৫-৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

অাহলাদীপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবী হোসেন খান জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে অাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। এ সময় তিনজন নিহত হয়েছেন এবং সড়ক দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে যানজট স্বাভাবিক করা হয়েছে।

রুবেলুর রহমান/এএম/জেআইএম