জয়পুরহাটের আটাপাড়া সীমান্ত এলাকা থেকে আল আমিন (৩২) নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ।
রোববার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। আল-আমিন ভোলা জেলার রাণীনগর গ্রামের ফখরুল বিশ্বাসের ছেলে।
জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ইমতিয়াজ চৌধুরী বিএসএফের উদ্ধৃতি দিয়ে জানান, আল-আমিন আটাপাড়া সীমান্ত এলাকার ভারতের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ করলে তাকে বিএসএফ ধরে নিয়ে যায়। তাকে উদ্ধারে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
রাশেদুজ্জামান/এফএ/পিআর