দেশজুড়ে

কুমিল্লায় আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় শাহ আলম সরকার (৪০) নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে জেলার তিতাস উপজেলার হারাইকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহ আলম সরকার ওই গ্রামের বাচ্চু মিয়া সরকারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কলাকান্দি বাজারে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় মাসুকের সন্ত্রাসী বাহিনী হারাইকান্দি গ্রামের একটি পুকুরপাড়ে শাহ আলম সরকারকে এলোপাথারি কুপিয়ে গুরুতর আহত করেন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলার দাউদকান্দির গৌরীপুর হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টার দিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহতের ভাই দৈনিক জনকণ্ঠের অফিস সহায়ক নূরে আলম সরকার জানান, স্থানীয় সন্ত্রাসী মাসুক, আলাউদ্দিন, লিটন, হুমায়ুন, হারুন, হেরনসহ সংঘবদ্ধ সন্ত্রাসীরা পূর্ব বিরোধের জের ধরে তার ভাইকে কুপিয়ে হত্যা করেন। হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জাগো নিউজকে জানান, গৌরীপুর হাসপাতাল থেকে তার মরদেহ তিতাস থানায় নেয়া হয়েছে। শুক্রবার নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।মো. কামাল উদ্দিন/এমজেড/এমএস