দেশজুড়ে

গ্রাম্য শালিশকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে নারীঘটিত একটি বিষয়ের সালিশকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

নিহত এনামুল হোসেন (৩৭) হেমায়েতপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের আকাতুল্লাহ প্রামানিকের ছেলে। তিনি গ্রামেরই একটি চায়ের দোকানদার ছিলেন। শনিবার রাত ১০টার দিকে এ ঘটে।

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, পূর্ব পরিচয়ের সূত্র ধরে সদর উপজেলার দুবলিয়া গ্রামের একটি ছেলে ইসলামপুর গ্রামের একটি মেয়ের বাড়িতে যায়।

স্থানীয়দের মধ্যে ঘটনার জানাজানির পর ছেলেটি পালিয়ে যায়। শনিবার রাত ১০টার দিকে এ নিয়ে সালিশ বসে এবং সালিশকে কেন্দ্র করে এনামুলের সঙ্গে স্থানীয় কয়েক যুবকের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।

একপর্যায়ে এনামুলকে তারা ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এনামুলকে মৃত ঘোষণা করেন।

একে জামান/এএম/আরআইপি