দেশজুড়ে

মংলায় নৌযান শ্রমিকদের ধর্মঘটের আল্টিমেটাম

মংলা বন্দরে বন্ধ হয়ে যাওয়া তেলবাহী জাহাজ পুনরায় চালু, ভারত ও বাংলাদেশের কারাগারে আটক নৌযান শ্রমিকদের মুক্তি, মেরিন আইনের সঠিক বাস্তবায়ন, নৌপথে নিরাপত্তাসহ ২১ দফা দাবিতে আন্দোলন শুরু করেছে নৌযান শ্রমিকরা।

সেই সঙ্গে আগামী ২৩ জুলাইয়ের মধ্যে সকল দাবি মেনে না নেয়া হলে ওদিন রাত ১২টা ১ মিনিট থেকে অনির্দিষ্টকালের নৌযান ধর্মঘটের আল্টিমেটাম দেয়া হয়েছে।

নৌযান শ্রমিক ফেডারেশনের ২১ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে রোববার দুপুরে বাগেরহাটের মংলায় শ্রম কল্যাণ সড়কস্থ সংগঠনের কার্যালয় থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ প্রদর্শন শেষে দাবি আদায়ে মংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি দিয়েছেন সংগঠনের নেতারা।

পরে নৌযান শ্রমিক ফেডারেশনের অফিস চত্বরে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. বাহারুল ইসলাম বাহার ও সহ-সাধারণ সম্পাদক আবুল কাশেম মাস্টারসহ সংগঠনের নেতারা।

নৌযান শ্রমিক ফেডারেশনভুক্ত ১১টি সংগঠন এই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন বলে জানিয়েছেন নৌযান শ্রমিক নেতা আবুল কাশেম মাস্টার।

সমাবেশ থেকে আগামী ২৩ জুলাইয়ের মধ্যে সকল দাবি মেনে না নেয়া হলে ওদিন দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে অনির্দিষ্টকালের নৌযান ধর্মঘটের আল্টিমেটাম দেয়া হয়।

শওকত আলী বাবু/এএম/আরআইপি