দেশজুড়ে

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় শুয়াইব হাসান শিলু (১৪) নামের অষ্টম শ্রেণির এক ছাত্র ঘটনাস্থলে নিহত হয়েছে। শুক্রবার দুপুরে জেলার ডোমার-দেবীগঞ্জ সড়কের চিলাইবাজার নামকস্থানে একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে নিহত ছাত্রের চাচাতো ভাই রাকিকুল ইসলাম রাকিবও (২২) আহত হন। নিহত ছাত্র পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার খোচাবাড়ি গ্রামের সামসুল হকের ছেলে ও কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। আহত রাকিব একই গ্রামের আব্দুস সাক্তারের ছেলে। আহত রাকিবকে দেবীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষর্দশী সূত্রে জানা যায়, চাচাতো ওই দুই ভাই মোটরসাইকেল যোগে তাদের নিজবাড়ি থেকে নীলফামারীর ডোমার উপজেলার শহরের ছোটরাউতা গ্রামের নানা বেলাল হোসেনের বাড়িতে বেড়াতে আসছিল। পথে ডোমার-দেবীগঞ্জ সড়কের চিলাইবাজার নামক স্থানে বিপরিতগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রাকটি পালিয়ে যায়। ডোমার থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।জাহেদুল ইসলাম/এসএইচএস/পিআর