দেশজুড়ে

ঘরের ভেতর ট্রাক ঢুকে প্রাণ গেল শিশুর

বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার বগুড়া-নাটোর মহাসড়কের ওমরপুর সড়কপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে আম বোঝাই ট্রাক ঘরে ঢুকে পড়ে। এতে ওই ঘরে ঘুমন্ত অবস্থায় এক শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাকটি আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

স্থানীয়রা জানান, সোমবার ভোররাতের দিকে আম বোঝাই (যশোর-ট-১১-১০৮৭) ট্রাকটির চালক দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে ট্রাকটি ওমরপুর সড়কপাড়ার দিনমজুর রাজু আহম্মেদের ঘরে ঢুকে পড়ে। এসময় ঘুমন্ত অবস্থায় রিতা খাতুন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়। সে হাটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। একই ঘরে তার ঘুমন্ত বাবা-মা অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

নন্দ্রীগ্রাম থানার এসআই খোকন চন্দ্র ভৌমিক জানান, ট্রাকটি আটক করা হয়েছে। তবে দুর্ঘটনার পরই চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। দিনমজুর রাজুর ঘরটিও বিধ্বস্ত হয়েছে।

লিমন বাসার/এফএ/পিআর