দেশজুড়ে

মাদারীপুরে সিআইডির ভুয়া কর্মকর্তাসহ আটক ২

মাদারীপুরে সিআইডির (অপরাধ তদন্ত বিভাগের) এক ভুয়া ওসি ও তার বন্ধুকে আটক করেছে পুলিশ।

সদর উপজেলার দুধখালী ইউনিয়নের কালিরবাজার সোমবার ভোরে তাদের আটক করা হয়। পরে সকাল ১১টার দিকে তাদের আদালতে প্রেরণ করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিরবাজার এলাকায় রোববার সন্ধ্যা থেকেই নিজেকে সিআইডির ওসি বলে পরিচয় দেন কুমিল্লা জেলার হোমনা থানার দিতিকালমিনা এলাকার মো. হুমায়ুন মিয়ার ছেলে মো. ইয়ামিন মিয়া (২৩)।

তিনি বাজারের উপস্থিত সবার মাঝে নিজের নামে করা ভিজিটিং কার্ডও বিতরণ করছিলেন। এ সময় এলাকাবাসীর সন্দেহ হলে পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ গিয়ে ওই যুবকের কাছ থেকে ভুয়া আইডি ও ভিজিটিং কার্ড জব্দ করে। এছাড়া তার সঙ্গে থাকা মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ বান্দ্র গ্রামের জলিল ভুইয়ার ছেলে পলাশ ভূইয়াকে (২২) আটক করা হয়।

আটকদের কাছ থেকে জানা যায় এখানে একটি মেয়েকে ভালোবাসে ইয়ামিন। তাই সে কুমিল্লা থেকে মাদারীপুর এসেছে এবং এই ঈদের আগে এই আইডি কার্ডটি তৈরি করে নিজেকে আইনের লোক হিসেবে পরিচিত করতে চেয়েছিল।

মাদারীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ বলেন, ভুয়া সিআইডি পরিচয় দিয়ে ওই ব্যক্তি অপরাদ করেছে। তাকে আমরা আদালতে প্রেরণ করেছি।

এ কে এম নাসিরুল হক/এএম/এমএস