দেশজুড়ে

সিরাজগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিরাজগঞ্জ সদর উপজেলার বাহুকায় দু’পক্ষের সংঘর্ষে এজবাহার আলী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় অন্তত ১০জন আহত হয়েছেন। শুক্রবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত এজবাহার আলী ওই এলাকায় পূর্ব বাহুকার বাসিন্দা। এলাকাবাসী জানান, শুক্রবার সকালে এজবাহার ও তার তিন ছেলেসহ বাড়ির কাছে নিজের জমিতে ধান কাটতে যান। এসময় পশ্চিম বাহুকার শফিকুল, কাউসার হাকিম, বেলালসহ ২০/২৫ জনের একটি দল তাদের উপর অতর্কিত হামলা চালায়। এছাড়া তারা ককটেল নিক্ষেপের পাশাপাশি এজবাহারকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে এজবাহার ঘটনাস্থলেই নিহত হন। হামলায় এজবাহারের ছেলে রাশিদুল, রেজাউল ও মমিনসহ আরো কয়েকজন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুনরায় সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বাদল ভৌমিক/একে/পিআর