ভৈরব উপজেলায় পানিতে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নবীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো- হারুন মিয়ার কন্যা মারিয়া (৫) ও উজ্জ্বল মিয়ার কন্যা তৌয়াবা (৬)। ঘটনার সময় শিশু দুটি বাড়ির পাশে একটি খালের কাছে খেলা করছিল।
এ সময় তৌয়াবা পানিতে পড়ে গেলে মারিয়া তাকে তুলতে গিয়ে সেও পানিতে পড়ে যায়। অপর একটি শিশু ঘটনাটি দেখে পরিবারের সদস্যদের জানায়।
পরে পরিবারের সদস্যরা পানিতে নেমে খোজাঁখুঁজি করে শিশু দুটিকে পানি থেকে তুলতে পারলেও ততক্ষণে তারা মারা যায়। সাঁতার না জানার কারণে দুই শিশুর পানিতে মর্মান্তিক মৃত্যু হয় বলে পারিবারিক সূত্র জানায়। শিশু দুটির মৃত্যুতে তাদের পরিবারসহ গ্রামে শোকের ছায়া নেমে আসে।
আসাদুজ্জামান ফারুক/এএম/এমএস