নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তিন জলদস্যুকে গ্রেফতার করেছে র্যাব-১১ এর সদস্যরা।
মঙ্গলবার দুপুর ১২টায় র্যাব-১১ এর মেজর আশিক নোয়াখালী সার্কিট হাউজের হল রুমে সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জলদস্যু রাসেল উদ্দিন (২৫), বাহার উদ্দিন (৪০), আবুল হোসেনকে (৩০) হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাট এলাকার দুর্ঘম চর থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩টি আগ্নেয়াস্ত্র, ১০ গুলি ও ৫ রকেট লাঞ্চার উদ্ধার করা হয়।
গ্রেফতাররা নদীর কমান্ডার হিসেবে পরিচিত ও কুখ্যাত কালাম সক্রিয় সদস্য। তাদের নামে নদীতে মাছধরা ট্রলার ও নৌকা ডাকাতি, চাঁদাবাজিসহ নোয়াখালী, লক্ষীপুর ও ভোলা জেলায় একাধিক মামলা রয়েছে।
মিজানুর রহমান/এএম/জেআইএম