শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু বলেছেন, সমাজ পরিবর্তন এবং দেশ উন্নয়নের জন্য যুবকরাই পারে অগ্রণী ভূমিকা নিতে। গ্রামভিত্তিক উন্নয়নে যুবকদের হাতিয়ার হতে হবে। শনিবার সকাল সাড়ে ১০ টায় ঝালকাঠি যুব উন্নয়ন অধিদফতরের হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি আরো বলেন, যুবকরা নিজেদের বাসা বাড়িতে গরু-ছাগল এবং হাঁস মুরগির খামার তৈরি করে বেকার সমস্যা দূর করে স্বাবলম্বী হতে হবে। এ লক্ষ্যেই যুব উন্নয়ন অধিদফতর প্রান্তিক পর্যায়ের যুবকদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে গরু-ছাগল এবং হাঁস মুরগি বিতরণ করছে।ঝালকাঠি জেলা প্রশাসক ও যুব উন্নয়ন অধিদফতর পরিচালনা কমিটির সভাপতি মো. শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দারিদ্র্য বিমোচন ও ঋণ প্রদান বিভাগের পরিচালক এরশাদ উর রশিদ, পুলিশ সুপার মো. মজিদ আলী, পৌর মেয়র আফজাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদফতরের ঝালকাঠি উপ-পরিচালক মিজানুর রহমান। এসময় বরিশাল বিভাগের যুব উন্নয়নের ৯ কর্মকর্তাকে সনদপত্র দেয়া হয়।এসএস/আরআই