দেশজুড়ে

বান্দরবানে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

শ্রমিকের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে বান্দরবানে চারটি সড়কে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সংগঠনটির নেতা-কর্মীরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন ।এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী, বান্দরবান জীপ-কার শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ইলিয়াস, বান্দরবান ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মুসা, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, মালিক শ্রমিক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ঝুন্টু দাশসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের সভাপতি আব্দুল কুদ্দুছ বলেন, জেলা প্রশাসকের অনুরোধে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে।  ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মিজানুল হোক চৌধুরী বলেন, পরিবহন ভাঙচুর, পরিবহন আগুনে পুরানো এবং পরিবহন শ্রমিককে মারধর করা যাবে না। এক্ষেত্রে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ মে) রোয়াংছড়ি উপজেলায় সেনাবাহিনী সদস্য কর্তৃক পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) নেতা প্রীতি ভূষণ তঞ্চঙ্গ্যা গুলিবিদ্ধের ঘটনায় দুর্বৃত্তরা পরিবহন শ্রমিকের উপর হামলা এবং গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় ২১ মে বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বান্দরবানের চারটি (বান্দরবান-রোয়াংছড়ি, বান্দরবান-থানচি, বান্দরবান-রুমা, বান্দরবান-বাঙালহালিয়া) সড়কে ২৪ মে থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেন পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ।সৈকত দাশ/এআরএ/আরআইপি