বাগেরহাটের মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় এ আর খান ডিগ্রি কলেজের এক সহকারী অধ্যাপক নিহত ও এক প্রভাষক আহত হয়েছেন।
নিহত শংকর আচার্য্য মজুমদার (৫১) মোরেলগঞ্জ উপজেলার ঢুলিগাতী গ্রামের জীতেন্দ্র মজুমদারের ছেলে। ১৯ ঘণ্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বুধবার সকালে মাদারীপুরের শ্রীপুর উপজেলার হাসপাতালে মারা যান তিনি।
এআর খান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মহিউদ্দিন নওয়াব জানান, মঙ্গলবার কলেজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তিনি।
ফেরার পথে মোরেলগঞ্জ-শরণখোলা আঞ্চলিক মহাসড়কের কেয়ার বাজার সংলগ্ন সড়কে একটি গরুকে পাশ কাটতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় একই কলেজের প্রভাষক অসীম কুমার মল্লিক আহত ও সহকারী অধ্যাপক শংকর আচার্য মজুমদার গাছের সঙ্গে ধাক্কা লেগে ডোবায় পড়ে জ্ঞান হারান।
অজ্ঞান অবস্থায় শংকর আচার্য্য মজুমদারকে প্রথমে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে।
ঢাকা নেয়ার পথে অবস্থার আরও অবনতি হলে সকাল ৯টার দিকে তাৎক্ষণিক শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুতে এ আর খান ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বুধবার বিকেল ৫টায় শংকর আচার্য্য মজুমদারকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
শওকত আলী বাবু/এএম /আরআইপি