দেশজুড়ে

সাঘাটায় রত্মগর্ভা জননীদের সম্বর্ধনা

গাইবান্ধার সাঘাটা উপজেলার বেসরকারি সংগঠন উদয়ন স্বাবলম্বী সংস্থার ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে রত্মগর্ভা জননীদের সম্বর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার রাতে পুটিমারি এলাকায় সংস্থার চত্বরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদয়ন স্বাবলম্বী সংস্থার নির্বাহী পরিচালক সাহাদত হোসেন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।জননীরা হলেন, সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মা হামিদুন নেছা, ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের যুগ্ম-পরিচালক ডা. বদরুল আলমের মা বেগম বেওয়া ও কর কমিশনার সৈয়দ মাবুবুর রহমানের মা সালেহা বেগম। জননীদের পক্ষে তাদের সন্তানরা জননীর ত্যাগের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। বাকিরা নিজে গ্রহণ করলেও অসুস্থতার কারণে শয্যাশায়ী বেগম বেওয়ার পক্ষে সংবর্ধনা স্মারক ক্রেস্ট ও উত্তরীয় গ্রহণ করেন তার ছেলে ডা. বদরুল আলম।এর আগে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এহছানে এলাহী, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান এএইচএম গোলাম শহীদ রঞ্জু, সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আউয়াল, বোনারপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ফরহাদ রাব্বী, গাইবান্ধা গণ-উন্নয়ন সংস্থার নির্বাহী প্রধান আব্দুস সালাম, সাঘাটা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অমিত দাশ/এআরএ/আরআইপি