দেশজুড়ে

নিকলীতে উপ-নির্বাচন আ.লীগ প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত

কিশোরগঞ্জের নিকলী উপজেলার নিকলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কারার শাহরিয়ার আহম্মেদ তুলিপ (নৌকা) বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তিনি ৮ হাজার ৬২০ ভোট ভোট পেয়েছেন। তার নিকটতম বিএনপি মনোনীত প্রার্থী ডা. কফিল উদ্দিন আহম্মেদ (ধানের শীষ) পেয়েছেন ৭ হাজার ১৩৯ ভোট।

বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। রিটার্নিং অফিসার ফরিদ উদ্দিন আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয় ভোটগ্রহণ। নির্বাচনকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। তবে ভোট কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি ছিল কম।

প্রসঙ্গত, নিকলী সদর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা কারার বোরহান উদ্দিন ১৯ মে মৃত্যুবরণ করলে এ আসনটি শূন্য হয়।

নূর মোহাম্মদ/আরএআর/জেআইএম