ফিস্টুলা রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও নিয়ন্ত্রণের লক্ষ্যে রোববার মাগুরায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সকালে একটি র্যালি সিভিল সার্জন অফিস চত্বর থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে। মাগুরার সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার জিল্লুর রহমান র্যালির নেতৃত্ব দেন। পরে সদর হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মাগুরার ভারপ্রাপ্ত সিভিল সার্জন মঞ্জুর রহমান প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। এসময় জিল্লুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডা. জুলি চৌধুরী, সার্জারি ও শিশু বিশেষজ্ঞ বিএমএর সাধারণ সম্পাদক ডা. জয়ন্ত কুমার কুণ্ডু প্রমুখ। সভায় ফিস্টুলা রোগ সর্ম্পকে সচেতনতা, প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই র্যালি ও আলোচনা সভার আয়োজন করে মাগুরা স্বাস্থ্য বিভাগ।মো. আরাফাত হোসেন/এমজেড/পিআর