সুন্দরবনের ত্রাস বনদস্যু করিম বাহিনীর প্রধান করিম ও তার সহযোগী আলামিনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনগণ। রোববার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের খলিসাবুনিয়া এলাকা থেকে তাদের আটক করে এলাকাবাসী। আটক করিম বাহিনীর প্রধান করিম গাবুরা ইউনিয়নের চাদনীমুখা গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে। এলাকাবাসী জানান, করিম ডাঙ্গায় উঠে এক সহযোগীসহ মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে যাওয়ার চেষ্টা করে। এসময় তার হাতে নির্যাতিত বনজীবী জেলা বাওয়ালীরা চিনে ফেলে সংঘবব্ধ হয়ে তাকে আটক করে পুলিশে খবর দেয়। শ্যামনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইমরান বিষয়টি নিশ্চিত করেছেন। এসএস/পিআর