চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের আনসারের ঘাটে মহানন্দা নদীতে নৌকা ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল শুক্রবার দুপুর ১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলো- ঘোড়াপাখিয়া ইউনিয়নের পারধূমি হায়াতপুর গ্রামের বাবলু আলীর ছেলে আল আমিন (১০) ও একই গ্রামের আনারুল ইসলামের ছেলে ওয়াহেদ আলী (১৬)। তারা আপন চাচাতো ভাই।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, ১০ জন যাত্রীসহ ঘাস বোঝাই একটি নৌকা পৌর এলাকার মোহনপুর থেকে আনসারের ঘাট যাবার সময় সকাল ১০টার দিকে হঠাৎ ডুবে যায়। এ সময় নারী ও পুরুষসহ আটজনকে স্থানীয়রা উদ্ধার করে। পরে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে দুপুর ১টার দিকে দুই কিশোরের মরদেহ উদ্ধার করে।
মোহা. আব্দুল্লাহ/আরএআর/পিআর