চট্টগ্রামের হালিশহর বড়পোল এলাকায় বাসচাপায় আবুল কাশেম (৪৮) নামে শাহজালাল ইসলামী ব্যাংকের এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। রোববার সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম কুমিল্লা জেলার তিতাস থানার বাতাকান্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আবুল কাশেম হালিশহর আর্টিলারি সেন্টারের বাসা থেকে বের হয়ে অফিসে আসার সময় বড়পোল এলাকায় পৌঁছালে বলাকা পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক বাস ও হেলপারকে আটক করেছে পুলিশ। তবে বাসের চালক পালিয়ে গেছে। এসএস/পিআর