জাতীয়

অভিবাসী সংকট : বাংলাদেশকে সহায়তা করবে মিয়ানমার

সাগরে ভাসমান বাংলাদেশি অভিবাসীদের উদ্ধারসহ বিভিন্ন দেশকে এ বিষয়ে সহায়তা করার অঙ্গীকার করেছে মিয়ানমার সরকার। রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ বন্ধুপ্রতিম প্রতিবেশী হওয়ায় ভাসমান বাংলাদেশি নাগরিকদের তারা সব ধরণের সহায়তা দেবে। তবে অন্য দেশের অভিবাসীদের গ্রহণ এবং আস্থায়ীভাবে আশ্রয় দেয়া তাদের পক্ষে কঠিন। খবর সিনহুয়া।খবরে বলা হয়, সমুদ্রে অনিয়মিত চলাচল ও অভিবাসী ইস্যুতে অন্যান্য দেশের সঙ্গে মিয়ানমার সহায়তা করার অঙ্গীকার করেছে। এ ব্যাপারে ২৯ মে থাইল্যান্ডের ব্যাংককে ভারত মহাসাগরে অবৈধ অভিবাসন ইস্যুতে অনুষ্ঠেয় বৈঠকে তারা একজন ঊর্ধ্বতন কর্মকর্তাও পাঠাবে।বিবৃতিতে আরো বলা হয়েছে, গত বৃহস্পতিবার মিয়ানমারের রাখাইন রাজ্যে থেকে ২০৮ বাংলাদেশি উদ্ধার হওয়া ট্রলার দুটি আনুমাও বন্দরে নোঙর করে রাখা হয়েছে। এছাড়াও আলে থান কিয়াও গ্রামে একটি অস্থায়ী আশ্রয়শিবির খোলা হয়েছে।জেআর/পিআর