দেশজুড়ে

সহায়ক সরকারের দাবিটা জনগণের : নজরুল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সহায়ক সরকারের দাবিটা জনগণের। কারণ জনগণ নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বিঘ্নে আগামী নির্বাচনে ভোট দিতে চায়। এমন সহায়ক সরকার দরকার যারা নির্বাচনে অংশগ্রহণকারী কোনো দলের পক্ষ অবলম্বন বা স্বার্থ সংরক্ষণ করবে না। 

শনিবার পাবনা শহরের দোয়েল কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। ফলে জনগণের প্রতি তাদের কোনো দায়িত্ব ও দায়বদ্ধতা কাজ করে না। মানুষ এই অবস্থা থেকে পরিত্রাণ চায়। 

তিনি আরও বলেন, বিএনপি সহায়ক সরকারের যে রূপরেখা দেবে, তা তারা (সরকার) না মানলে জনগণ কি ভাষায় তার জবাব দেবে তা সময়ই বলে দেবে। তবে কেউ যদি বিএনপির চেয়েও ভালো কোনো প্রস্তাব দেয় তা বিএনপি বিবেচনা করবে। 

পাবনা জেলা বিএনপির সভাপতি মেজর (অব.) কে এস মাহমুদের সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক খন্দকার হাবিবুর রহমান তোতার পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য খালেদ হাসান চৌধুরী, শামীম খান, সিরাজুল ইসলাম সরদার, সেলিম রেজা হাবিব, হাসান জাফির তুহিন, কে এম আনোয়ারুল ইসলাম, মকলেছুর রহমান বাবলু, জহুরুল ইসলাম প্রমুখ।

একে জামান/আরএআর/জেআইএম