বাঘ আতঙ্কে রয়েছেন সুন্দরবন উপকূলীয় সাতক্ষীরা রেঞ্জের মুন্সিগঞ্জ ইউনিয়নবাসী। সুন্দরবনের এ অঞ্চলটি পশ্চিম বন বিভাগের আওতাধীন। প্রায়ই সুন্দরবনের বাঘ নদী সাঁতরে লোকালয়ে প্রবেশ করছে বলে জানায় স্থানীয় বাসিন্দারা।
মুন্সিগঞ্জ এলাকার হাকিম ফকির জাগো নিউজকে জানান, গত বৃহস্পতিবার গভীর রাতে একটি বাঘ নদী সাঁতরে আমার বাড়িতে প্রবেশ করে। কোনো কিছু না পেয়ে বাঘটি আবারও নদী সাঁতরে সুন্দরবনে ফিরে যায়। ভয়ে রাতে ঘর থেকে বের হইনি। সকালে বাঘের পায়ের ছাপ স্পষ্ট দেখা যায়।
তিনি আরও বলেন, বিষয়টি তাৎক্ষণিক মিরগং বন বিভাগের টহল ফাঁড়ির কর্মকর্তাদের জানানো হলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন, বাঘের উপস্থিতি টের পেলেই ফাঁড়িতে যোগাযোগের কথা বলেন।
স্থানীয় ইউপি সদস্য আনারুল ইসলাম জাগো নিউজকে বলেন, ঘটনার পর থেকে সুন্দরবন উপকূলীয় মুন্সিগঞ্জের এ এলাকাটিতে বাঘ আতঙ্ক বিরাজ করছে। রাতে কেউ ঘর থেকে বের হচ্ছে না। যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। সবাইকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে।
আকরামুল ইসলাম/এএম/আরআইপি