ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ও ২০০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও হাইওয়ে থানা পুলিশ।
রোববার বিকেলে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। আটকরা হলেন জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের গোপাল কর্মকারের ছেলে মনু কর্মকার (৩২) ও বিজয়নগর উপজেলার জালালপুর গ্রামের আসকর আলীর ছেলে আবদুল মন্নাফ (৩০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণাবড়িয়া সার্কেলের পরিদর্শক (ইন্সপেক্টর) দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জাগো নিউজকে জানান, বিকেল সাড়ে ৫টার দিকে পৌরশহরের বণিকপাড়া এলাকায় মাদক ব্যবসায়ী মনু কর্মকারের ভাড়া বাসাতে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মনুকে আটক করা হয়।
তিনি আরও জানান, মনু দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে যুক্ত। এ ঘটনায় তার বিরুদ্ধে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
এদিকে, বিকেল ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার মালিহাতা এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২০০ বোতল ফেনসিডিলসহ আবদুল মন্নাফ (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ।
খাঁটিহাতা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবদুল কাদের ঘটনার সত্যতা জাগো নিউজকে নিশ্চিত করে বলেন, আটক মন্নাফের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
আজিজুল সঞ্চয়/এএম/জেআইএম