শেরপুরের শ্রীবরদী উপজেলায় স্বামীর বসতঘর থেকে সখিনা বেগম (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে শহরের পুরান শ্রীবরদী এলাকায় স্বামীর বসতঘর থেকে তার সরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সখিনা বেগম জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার শেখেরচর পূর্বপাড়া গ্রামের ভুট্টো মিয়ার মেয়ে। ওই ঘটনার পর থেকে স্বামী সুন্দর আলী (৩৪) এবং তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়েছেন।
শ্রীবরদী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আকতারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তার মুখে-গলায় জখমের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, যৌতুকের দাবি পূরণ না হওয়ায় এ খুনের ঘটনা ঘটেছে।
নিহত সখিনার পিতা ভুট্টো মিয়া বলেন, প্রায় ৭ মাস আগে দিনমজুর সুন্দর আলীর সঙ্গে সখিনাকে বিয়ে দিয়েছিলেন। সে সময় জামাইকে ৫০ হাজার টাকা যৌতুক দেয়া হয়েছিল। সম্প্রতি সে আরও কিছু টাকা যৌতুক দাবি করে।
সেই দাবি মেটাতে না পারায় তার মেয়েকে সুন্দর আলী ও তার পরিবারের লোকজন মিলে হত্যা করেছে উল্লেখ করে মেয়ে হত্যার সঠিক বিচার দাবি করেন ভুট্টো মিয়া।
হাকিম বাবুল/এমএমজেড/আরএস/জেআইএম