সাতক্ষীরার তালা উপজেলার মহন্দি গ্রামে আ.লীগ নেতার বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার গভীর রাতে এ ডাকাতির ঘটনা ঘটে।মহন্দি গ্রামের ওয়ার্ড আ.লীগ সভাপতি সিকান্দার আকুজ্ঞি জানান, ৭/৮ জনের ডাকাত দল অস্ত্রের মুখে বাড়ির সকলকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার, নগদ তিন লাখ টাকা ও দুই মণ সরিষা লুট করে নিয়ে যায়। ডাকাতদের মুখ কাপড় দিয়ে বাঁধা ছিলো।তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম রেজা ডাকাতির বিষয়টি অস্বীকার করে বলেন, ঘটনাটি ডাকাতি কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।এসএস/আরআই