টাঙ্গাইলের দেলদুয়ারের সেহড়া তৈল বেইলি ব্রিজ ভেঙে সার বোঝাই ট্রাক পানির নিচে পড়ে গেছে। মঙ্গলবার টাঙ্গাইল- দেলদুয়ার সড়কের ওই স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
এ ঘটনায় ট্রাকচালক আবু বকর গুরুতর আহত হয়েছেন। ওই ট্রাকের আহত হেলপার ওমর আলী জানায়, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট থাকায় এ রাস্তা দিয়ে চট্টগ্রাম থেকে সার বোঝাই করে (ঢাকা মেট্রো-১৮-৯১৪১) ট্রাকটি নিয়ে তারা টাঙ্গাইল সার গুদামের উদ্দেশ্যে যাচ্ছিলো।
দুপুর ১২টার দিকে দেলদুয়ার-টাঙ্গাইল সড়কের সেহড়া তৈল বেইলি ব্রিজে ওঠা মাত্রই ব্রিজটি ভেঙে ট্রাক পানির নিচে ডুবে যায়। এসময় এলাকাবাসী ট্রাকের চালক ও হেলপারকে উদ্ধার করে দ্রুত দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
চালকের অবস্থা আশঙ্কাজনক দেখে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রেফার্ড করে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
ব্রিজ ভেঙে পরায় দু’পাশে শত শত যানবাহন আটকা পড়েছে। যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ।
প্রত্যক্ষদর্শী মো. খসরু খান জানান, ট্রাকটি ব্রিজের দক্ষিণ পাশে উঠলে ব্রিজটি ভেঙে পরে পানির নিচে তলিয়ে যায়। ওই স্থানে পানির গভীরতা কমপক্ষে ৪০/৫০ ফুট। ফায়ার সার্ভিসের লোকজন এসে ট্রাকটি উদ্ধারের কাজ অব্যাহত রেখেছেন। এসময় খবর পেয়ে দেলদুয়ার উপজেলার সকল শ্রেণির মানুষ উদ্ধার কাজে সহযোগিতা করে।
এ প্রসঙ্গে দেলদুয়ার থানা পুলিশে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, দুর্ঘটনা কবলিত সরকারি সার বোঝাই ট্রাক প্রায় ৫০ ফুট পানির নিচে রয়েছে। উদ্ধার তৎপরতা শেষ করেছে ফায়ার সার্ভিসকর্মীরা।
সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি জেলা প্রশাসক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে অবহিত করা হয়েছে।
এ প্রসঙ্গে উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম. ফেরদৌস আহমেদ বলেন, বিকেলে উদ্ধার অভিযান সমাপ্ত। উদ্ধার তৎপরতাকালে আহত অবস্থায় ট্রাক চালক ও হেলপারকে উদ্ধার করা হলেও অনেক পানির নিচে থাকায় ট্রাকটি উদ্ধার করা যায়নি।
আরিফ উর রহমান টগর/এমএএস/এমএস