প্রথমবারের মতো বাংলাদেশের বাজারে এসেছে চীনের সর্ববৃহৎ মোবাইল ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিওনি। সম্প্রতি রাজধানীর ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্সে উদ্বোধন করা হল জিওনির এক্সক্লুসিভ ব্র্যান্ডশপের। অনুষ্ঠানটিতে জিওনি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মি. ফিডেল এবং অনটেল-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব কামরুল উপস্থিত ছিলেন।প্রাথমিক পর্যায়ে জিওনি ছয়টি মোবাইল হ্যান্ডসেট বাংলাদেশে নিয়ে এসেছে, যার চারটিই স্মার্টফোন। স্মার্টফোনগুলো হলো এলিফ এস৭, ম্যারাথন এম৩, পি৪এস এবং পাইওনিয়ার পি৬। এক্সক্লুসিভ ব্র্যান্ডশপের উদ্বোধন উপলক্ষে জিওনি প্রতিটি স্মার্টফোনের সাথে নিশ্চিত পুরস্কার হিসেবে দিচ্ছে পাওয়ার ব্যাঙ্ক অথবা টি- শার্ট। এছাড়াও র্যাফেল ড্র-এর মাধ্যমে কোলকাতা নাইট রাইডারস-এর জার্সিসহ থাকছে অন্যান্য আকর্ষণীয় পুরস্কার জিতে নেওয়ার সুযোগ।এআরএস/পিআর