দেশজুড়ে

আত্রাই নদী থেকে জুয়াড়ির মরদেহ উদ্ধার

পাবনার আমিনপুর থানার মাসুমদিয়া গ্রামে পুলিশের ধাওয়া খেয়ে পানিতে ডুবে রনজিত সাহা (৪০) নামের এক জুয়াড়ি মারা গেছেন বলে জানা গেছে। তবে ধাওয়া দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে পুলিশ।

বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি একই থানার ভবানীপুর গ্রামের রবি সাহার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে একদল জুয়াড়ি মাসুমদিয়া হাইস্কুলের পেছনে আমবাগানে জুয়া খেলছিল। খবর পেয়ে আমিনপুর থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় জুয়াড়িরা দৌড়ে পালিয়ে যায়। কিন্তু রনজিতসহ কয়েকজন পাশের আত্রাই নদীতে ঝাঁপিয়ে পড়ে। অন্যরা সাঁতরে পাড়ে উঠলেও রনজিত পানিতে ডুবে যান।

খবর পেয়ে বাড়ির লোকজন রাতে অনেক খোঁজাখুজি করেও তাকে পায়নি। বুধবার সকাল পৌনে ৮টার দিকে তার মরদেহ ভেসে উঠলে তার স্বজনরা মৃতদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। এসময় আমিনপুর থানার পুলিশ উপস্থিত ছিল।

ভবানীপুর গ্রামের বাসিন্দা ও বেড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অনিল সাহা জানান, মরদেহ উদ্ধারের সময় তিনি উপস্থিত ছিলেন।

এদিকে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম তাজুল হুদা জানান, মঙ্গলবার রাতে পুলিশ অন্য একটি কাজে মাসুমদিয়া গ্রাম দিয়ে যাচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা দৌড়ে পালায়। পুলিশ কাউকে ধাওয়া করেনি।

তিনি জানান, পুলিশ বুধবার সকালে জেনেছে একজন জুয়াড়ি পানিতে ডুবে মারা গেছে।

একে জামান/এফএ/আরআইপি