যথাসময়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এবং ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। তিনি বলেন, নির্বাচন কারও জন্য বসে থাকবে না। কোনো চক্রান্ত-ষড়যন্ত্র করে আগামী নির্বাচন ভণ্ডুল করা যাবে না। সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এর কোনো বিকল্প নেই।
বুধবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলায় বাহুকায় এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব বলেন।
তিনি বিএনপির উদ্দেশে বলেন, নির্বাচন ভণ্ডুল করার মধ্যে কোনো সফলতা নেই। এখনও সময় আছে ষড়যন্ত্রের পথ পরিহার করে নির্বাচনের পথে হাঁটুন অন্যথায় অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।
রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোক্তাদির বকুলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন রতনকান্দি ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা খোকন, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আশরাফুল ইসলাম চৌধুরী জগলু প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারাণ সম্পাদক মিজানুর রহমান দুদু, কাজীপুর উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে সিরাজগঞ্জ সদর উপজেলার বাহুকা এলাকায় যমুনা নদীর পাড়ে পানি উন্নয়ন বিভাগের ভেঙে যাওয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পুনর্নির্মাণ কাজ পরিদর্শন করেন মন্ত্রী।
বাঁধ পরিদর্শনকালে সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনালেল আব্দুর রউফ, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন ডা. শেখ মো. মনজুর রহমান, পানি উন্নয়ন বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বাবুল চন্দ্র শীল, নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম এবং এইচইডির নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন উপস্থিত ছিলেন।
ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/পিআর