হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ইয়াবাসহ যুবদল ও ছাত্রদলের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে গ্রেফতারদের বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়।
তারা হলেন পৌর যুবদলের যুগ্ম সম্পাদক মুখলেছুর রহমান, ছাত্রদল নেতা রাসেল আহমেদ রাফেল, হাবিবুর রহমান জাবেদ, আশরাফুল আলম নয়ন, মোতাব্বির হোসেন রুকন ও কাজী সুলতান আদনান।
এর আগে বুধবার রাতে অভিযান চালিয়ে শহরের ওয়ার্কশপ এলাকার কলেজ গেইট থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শায়েস্তাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে এসআই দেলোয়ার বাদী হয়ে মাদক আইনে মামলা করেছেন। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
কামরুজ্জামান আল রিয়াদ/এএম/আরআইপি