আন্তর্জাতিক

মালয়েশিয়া ফেরত পাঠিয়েছে আদিলুরকে

মালয়েশিয়ার বিমানবন্দর থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে মানবাধিকার বিষয়ক সংগঠন অধিকার-এর সম্পাদক আদিলুর রহমান খানকে। সংগঠনের পরিচালক নাসির উদ্দিন এলান জানান, বৃহস্পতিবার রাত ১০টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছাবেন আদিলুর রহমান।

নাসির উদ্দিন এলান বলেন, আদিলুর রহমান খানকে বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে মালেয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে আটকে রেখেছিল ইমেগ্রেশন পুলিশ।

তিনি আরও বলেন, মানবাধিকার বিষয়ক একটি সেমিনারে যোগ দিতে মালয়েশিয়ায় যাচ্ছিলেন আদিলুর রহমান। কিন্তু কুয়ালালামপুরের বিমানবন্দরে দেশটির ইমিগ্রেশন পুলিশ তাকে সেদেশে ঢুকতে না দিয়ে আটকে রাখে।

তবে কী কারণে তাকে আটকে রাখা হয় এবং দেশে ফেরত পাঠানো হচ্ছে, সে ব্যাপারে তেমন কিছু জানা যায়নি। তবে তার বিরুদ্ধে মালয়েশিয়ায় মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন অভিযোগ রয়েছে। সে কারণেও হয়তো তাকে সেদেশে ঢুকতে বাধা দেয়া হতে পারে।

কেএ/জেআইএম