গত ১৩ জুন পাহাড়ধসের ঘটনায় রাঙ্গামাটির আশ্রয় কেন্দ্রে যাওয়া ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৫ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক উন্নয়ন সভায় এ তথ্য জানান, সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার। দুপুরে পরিষদের সম্মেলনকক্ষে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. ছাদেক আহমদসহ সদস্য ও হস্তান্তরিত বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।
সভায় সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার বলেন, রাঙ্গামাটিতে পাহাড়ধসের দুর্যোগে আশ্রয় কেন্দ্রে থাকা ক্ষতিগ্রস্ত লোকজনকে স্বাস্থ্য বিভাগ নিয়মিত চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে। বুধবার পর্যন্ত ৫ হাজার ৪৫৮ জনকে চিকিৎসাসেবাসহ বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়েছে।
তিনি বলেন, বর্তমানে রাঙ্গামাটিতে নার্সের অনেক পদ খালি রয়েছে। ফলে রোগীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। জেলার বিভিন্ন উপজেলায় স্বাস্থ্য বিভাগের জায়গা অবৈধ দখলে গেছে। বেদখলকৃত জায়গা উদ্ধারে প্রশাসনের সঙ্গে সভা করে সহায়তা চাওয়া হয়েছে। প্রশাসন অবৈধ দখলদারদের উচ্ছেদে কার্যকর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে।
সভাপতির বক্তব্যে জেলার উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ড নিশ্চিত করতে সব বিভাগ, প্রতিষ্ঠান ও দফতরকে সম্মিলিতভাবে এগিয়ে নেয়ার আহ্বান জানান জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
সুশীল প্রসাদ চাকমা/এএম/জেআইএম